সাভারে সফিকুল বারি নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে মাসুম নামের যুবক। ঘটনায় মাসুমের মা মোর্শেদা বেগমকে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে সাভারের তালবাগ এলাকার সাইদুর রহমানের বাড়ীতে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
নিহত সফিকুল বারি টাঙ্গাইলের নাগরপুর থানাধীন আন্দিবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে। সে সাভারের ডগরমোড়া এলাকায় নিজ বাড়িতে থেকে ঠিকাদারী ব্যবসা করতো।স্থানীয়রা জানান, মোর্শেদার স্বামী রাশেদ মিয়া সম্প্রত মোর্শেদার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান। সফিকুল বারী বকুলের সাথে মোর্শেদার সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে প্রায়ই তাকে মোর্শেদার বাসায় আসতে দেখা যেতো। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে সাইদুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া মোর্শেদার বাড়ীতে যান সফিকুল বারী বকুল। এসময় মোর্শেদার ছেলে মাসুম সফিকুল বারী বকুলকে নিজেদের ঘরে মায়ের সাথে দেখতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মাসুম। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় মাসুমের মা মোর্শেদাকে আটক করা হয়েছে। মাসুমকে আটকের পরই জিজ্ঞাসাবাদে জানা যাবে এর মুল রহস্য-এমনটাই দাবী পুলিশের। সাভার মডেল থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
» |
Leave a Reply