সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন কাউন্সিলররা। আজ শুক্রবার দুপুরে সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত অনাস্থা প্রস্তাব পত্র পাঠ করেন ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী কালা চাঁন পাল। এতে পৌরসভার ১২ জন কাউন্সিলর একযোগে উপস্থিত ছিলেন।
সাংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি উল্লেখ্য করে বলা হয়, পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে ত্রাণ, এডিপি, বাস টার্মিনাল বরাদ্দের টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারী, কোটি টাকার নিয়োগ বানিজ্য, টেন্ডারবাজি, অস্ত্রের মহড়া, কাউন্সিলর ও স্টাফদের মাসিক বেতন-ভাতা না দেওয়া, কাউন্সিলর ও সাধারণ নাগরিকদের হয়রানীসহ ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগ করা হয়। মেয়র রুকুনুজ্জামানের কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সাধারণ নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হওয়ায় তারা দ্রুত মেয়রের অপসারণ দাবি করেন।
অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছেন। ২০১৭-১৮ ও ১৯-২০ অর্থবছরের রাজস্ব খাতে অর্জিত টাকা নামে-বেনামে খরচ করেছে। বাস টার্মিনাল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ ৫০ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে মেয়র নিজের ইচ্ছায় খরচ করেছেন। উন্নয়ন কর্মকান্ড অধিকাংশ দরপত্র ছাড়াই কোটেশনের মাধ্যমে এবং নামেমাত্র ঠিকাদারী প্রতিষ্ঠান দেখিয়ে নিজেই বাস্তবায়ন করেন।। উন্নয়ন ও পরিচ্ছন্নতার চেয়ে সৌন্দর্যবর্ধনের নামে বিভিন্নস্থানে অনুমোদনহীন পার্ক নির্মাণ দেখিয়ে কয়েক কোটি টাকা মেয়র নষ্ট করেন। ডেঙ্গু নিধন বরাদ্দের আট লাখ টাকা ও পৌর কবরস্থান উন্নয়নের সাড়ে চার লাখ টাকা পুরোটা হাতিয়ে নেন। চলমান করোনাভাইরাসের ত্রাণ বরাদ্দ নিজের খেয়াল-খুশিমতো নামেমাত্র বিতরণ দেখিয়ে অধিকাংশ অর্থ আত্মসাৎ করছেন।
আরো অভিযোগ বলা হয়, মেয়র নিজের মাসিক সম্মানী নিয়মিত ভোগ করলেও পৌরসভার স্টাফ ও সকল কাউন্সিলদের বেতন-ভাতা ১৩-১৬ মাস ধরে বকেয়া রেখেছেন। পৌরসভার কোনোকাজেই কাউন্সিলরদের মতামত নেয়া হয় না। মেয়র কার্যবিবরণী খাতায় কাউন্সিলরদের ভয়ভীতি দেখিতে অগ্রিম স্বাক্ষর আদায় করে পরবর্তীতে নিজের ইচ্ছামতো রেজুলেশন লেখেন। নিজের ইচ্ছামাফিক পৌর কর ৪-৫ গুন বৃদ্ধি করায় নাগরিকদের নাজেহাল করা হলেও কাঙ্খিত সেবা মিলছে না।
সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মোহাম্মদ আলী, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর চায়না বেগম প্রমুখ।
এদিকে পৌরসভার মেয়র রুকুনুজ্জমান রোকন আজ শুকবার বিকালে পৌর এলাকার সাতপোয় গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে তিনদিন ধরে পৌরসভায় যেতে বাধা প্রধান করা হচ্ছে। একটি মহল আমাকে বাসা বন্দি করে রেখেছেন। আমি নৌকা মার্কার মেয়র। শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি বিজয়ী হয়ে পৌরবাসীর সকল উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। আজ আমাকে সকল উন্নয়ন কাজ থেকে বিরত রাখা হচ্ছে।