করোনা রোগী বৃদ্ধির পাশাপাশি রাজবাড়ীতে চলছে অনির্দিষ্টকালের লকডাউন। যে কারণে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বেশির ভাগ বাজার ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এমনি অবস্থায় রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম -এর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। ওই উদ্যোগের অংশ হিসেবে হতদরিদ্র পাঁচ শত শিশু’র বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে নতুন জামা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের খাদ্য সংকট দূর করতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে চলছে খাবার বিতরণী কার্যক্রম। ফলে ওই সব পরিবারে বাড়তি টাকা ব্যয় করে শিশুদের নতুন জামা কিনে দেবারমত নেই কোনো সমর্থ। বিষয়টি অনুধাবন করে তাদের পাশে দাঁড়িয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। তিনি তার নানা মুখি কার্যক্রমের মধ্যে দরিদ্র শিশুদের নতুন জামা প্রদানের উদ্যোগ নিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম জানান, সামনে ঈদ উল ফিতর। এবারের ঈদটি হবে একেবারেই অন্যরকমের ঈদ। কোলাহল নেই। কেনাকাটার ধুম নেই। শিশুদের চঞ্চচলতা নেই। এমন ঈদ জন্ম থেকে জন্মান্তরে কেউ দেখেছে কিনা সন্দেহ। করোনা প্রকোপে দেশব্যাপী লকডাউনের কারণে অনেক শিশুরই বাবা মা তাদেরকে ঈদে নতুন জামা দিতে পারবে না। শিশুরা কি বুঝবে.. কেন তাদের বাবা মা নতুন জামা দিতে পারবে না? আমরা এমনই কিছু শিশুর মুখে হাসি ফুটাতে চাই। আমরা সব শিশুর মুখে হাসি ফুটাতে পারবো না। আমাদের সামর্থের জোরে যতটুকুই পারি। ততটুকু সহায়তা শিশুদের প্রদান করা হবে।
Leave a Reply