1. nasiruddinsami@gmail.com : sadmin :
১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিল মজিদ মোল্লা ফাউন্ডেশন - সংবাদ সারাদেশ ২৪
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবজিতে স্বস্তি, কমেনি চাল-ডাল-মাছ-মাংসের দাম মানিকগঞ্জ- ২আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতিকের মনোনয়নপত্র জমা দিলেন – মমতাজ বেগম জাতীয় পার্টি অবাধ সুষ্ঠ ওগ্রহন যোগ্য নির্বাচন চায়- এস এম আব্দুল মান্নান মমতাজ বেগমককে ৩য় বারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকাবাসীর আনন্দ মিছিল মানিকগঞ্জ-৩টি আসনে নৌকার প্রতিক পেলেন যাঁরা সিংগাইরে সরকারি বিদ্যালয়ে কিন্ডারগার্টেন চালাচ্ছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার মানিকগঞ্জ-২ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ঘিওরে বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন মুখে মুক্তিযুদ্ধের গল্প

১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিল মজিদ মোল্লা ফাউন্ডেশন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ১০ বার

সংবাদসারাদেশ ২৪.কম ডেস্ক

নরসিংদীতে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার উদ্যোগে প্রথম ধাপে মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ত্ব অসহায় দুস্থ ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

মজিদ মোল্লা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, নরসিংদী হচ্ছে শিল্প ও কৃষিসমৃদ্ধ জেলা। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখানকার শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এখানকার বিভিন্ন পেশার শ্রমজীবীরা। এরমধ্যে মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ত্বের সংখ্যাই বেশি। তাদের প্রায় প্রত্যেকের ঘরেই দেখা দিয়েছে খাবার সংকট। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা থেকে ‘মানুষ মানুষের জন্য’ মূলমন্ত্র নিয়ে কাজ করা মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী জেলায় কয়েক ধাপে ৫০ হাজার পরিবারকে খাদ্যসমগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহন করে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে নরসিংদী জেলায় ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় সোমবার। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ৪০ হাজার খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করছেন জেলা প্রশাসন ও নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের সদস্যরা।

এর আগে নরসিংদীতে কর্মরত সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য পাঁচ হাজার পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) অনুদান ঘোষণা করে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেড। এরমধ্যে প্রথম ধাপে গত ৪ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসকের কাছে দুই হাজার পিপিই হস্তান্তর করেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

বিতরণকালে আন্তর্জাতিক মাদার তেরেসা পদক প্রাপ্ত ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গুণীজন সম্মাননা ২০২০ প্রাপ্ত শিল্পপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্র নিয়ে মজিদ মোল্লা ফাউন্ডেশন প্রায় ২৯ বছর ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে চলমান করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক থার্মেক্স গ্রুপ ৫ হাজার পিপিই ও মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী জেলার নিম্ন মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ত্ব অসহায় দুস্থ ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews