সংবাদসারাদেশ ২৪.কম ডেস্ক
নরসিংদীতে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার উদ্যোগে প্রথম ধাপে মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ত্ব অসহায় দুস্থ ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় ব্রাহ্মন্দী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
মজিদ মোল্লা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, নরসিংদী হচ্ছে শিল্প ও কৃষিসমৃদ্ধ জেলা। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখানকার শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, হাট বাজার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এখানকার বিভিন্ন পেশার শ্রমজীবীরা। এরমধ্যে মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ত্বের সংখ্যাই বেশি। তাদের প্রায় প্রত্যেকের ঘরেই দেখা দিয়েছে খাবার সংকট। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা থেকে ‘মানুষ মানুষের জন্য’ মূলমন্ত্র নিয়ে কাজ করা মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী জেলায় কয়েক ধাপে ৫০ হাজার পরিবারকে খাদ্যসমগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহন করে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে নরসিংদী জেলায় ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয় সোমবার। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি ৪০ হাজার খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করছেন জেলা প্রশাসন ও নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের সদস্যরা।
এর আগে নরসিংদীতে কর্মরত সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য পাঁচ হাজার পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) অনুদান ঘোষণা করে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেড। এরমধ্যে প্রথম ধাপে গত ৪ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসকের কাছে দুই হাজার পিপিই হস্তান্তর করেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।
বিতরণকালে আন্তর্জাতিক মাদার তেরেসা পদক প্রাপ্ত ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গুণীজন সম্মাননা ২০২০ প্রাপ্ত শিল্পপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্র নিয়ে মজিদ মোল্লা ফাউন্ডেশন প্রায় ২৯ বছর ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে চলমান করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক থার্মেক্স গ্রুপ ৫ হাজার পিপিই ও মজিদ মোল্লা ফাউন্ডেশন নরসিংদী জেলার নিম্ন মধ্যবিত্ত্ব ও নিম্নবিত্ত্ব অসহায় দুস্থ ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply