1. nasiruddinsami@gmail.com : sadmin :
স্ত্রীর পরকীয়ার বদলা নিতে গুলি, মন্ত্রীর গানম্যানের নামে দুইটি মামলা - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন

স্ত্রীর পরকীয়ার বদলা নিতে গুলি, মন্ত্রীর গানম্যানের নামে দুইটি মামলা

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৮ বার

সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের গানম্যান ঘাতক কিশোর কুমারের নামে পুলিশের পক্ষ থেকে মামলা এবং নিহত শহিদের স্ত্রী বাদী হয়ে একটি খুনের মামলা দায়ের করেছেন। কিশোর কুমারের স্ত্রীর পরকীয়ার বদলা নিতে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছিল প্রেমিক মহিমের উপর। ভাগ্যক্রমে মহিম বেঁচে গেলেও গুলিতে নিহত হয় মহিমের বন্ধু শহিদ। গুলিবিদ্ধ মহিম সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন।

নিহত শহিদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামে। গুলিবিদ্ধ মহিম একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। মির্জাপুর ও কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী কুতুবদিয়া এলাকায় গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর গানম্যান ঘাতক এএসআই কিশোর পালিয়ে গেলেও র‌্যাব, ডিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত শুক্রবার আশুলিয়া থানার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার জানিয়েছেন কিশোর কুমারের নামে পুলিশের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা এবং নিহত শহিদের স্ত্রী বাদী হয়ে একটি খুনের মামলা দায়ের করেছেন। দুইটি মামলার তদন্ত চলছে। কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর কোর্টে রিমান্ডের আবেদন করা হয়েছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। পরিকল্পিত এই হত্যা মামলায় তদন্ত সাপেক্ষে কিশোরের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবী জানিয়েছেন আগনানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফকুল ইসলাম সিকদার এবং ইউপি মেম্বর আব্দুস সালামসহ এলাকাবাসী।

আজ সোমবার মামলার বিবরনে জানা গেছে, মন্ত্রীর গানম্যান এএসআই কিমোর কুমারের বাড়ি কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে। পিতার নাম নারায়ণ চন্দ্র। আজগানা ও কুতুবদিয়া গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করেন, মন্ত্রীর গানম্যান হওয়ায় কিশোর কুমারের একক আধিপত্ত ছিল পুরো এলাকায়। কিশোর কুমার মন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় মাদক ও জুয়ার ব্যবসা ছিল। মহিম ও কিশোর ছিল ছাত্র জীবনের বন্ধু। মির্জাপুর উপজেলার আজগানা গ্রামের বিলে মহিমের একটি জল কুটির রয়েছে। জল কুটিরটি নির্জন এলাকায় হওয়ায় কিশোর কুমারের স্ত্রী মাঝে মধ্যেই আনন্দ উপভোগ করার জন্য জল কুটিরে যেত। জল কুটিরে আসা যাওয়ার সুবাদে মহিমের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দিন ধরে মহিমের সঙ্গে কিশোরের স্ত্রী অবৈধ সম্পর্ক থাকার কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। কোন ক্রমেই স্ত্রীর অবৈধ মেলামেশা বন্ধ না করতে পেরে মহিমকে খুনের পরিকল্পনা করে কিশোর।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিহত শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, নিহত শহিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকেও একটি অস্ত্র মামলা হয়েছে। মন্ত্রীর গানম্যান কিশোরকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews