অর্থনৈতিক ডেস্ক রিপোর্টঃ
সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোহাম্মদ আবদুল আজিজ স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবদুল আজিজ চেয়ারম্যান নির্বাচিত হন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবদুল আজিজ ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য।
Leave a Reply