সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে সিংগাইরে আটক ৩
আপডেট সময় :
Friday, November 29, 2024
40 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জের সিংগাইরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন-সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের ইসহাক আলীর স্ত্রী (অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ)নামের সংগঠক জহুরা বেগম, একই সংগঠনের আরেক সংগঠক উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম,উপজেলার বলধারা ইউনিয়নের খোলপাড়া গ্রামের হাসমত আলীরছেলে মো. দেলোয়ার হোসেন উক্ত সংগঠনের নামে বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এদিন সকালে ঋণ আনতে নিবন্ধনকৃত নারী ও পুরুষদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম,পিপিএম) জানান, অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ৩ জনকে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে বিশেষ কক্ষতা আইনেএকটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply