নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ সিংগাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ১২ ইং রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী( সঃ) উদযাপিত হয়েছে।
মানবতার মুক্তির দুত ,বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জম্ম মৃত্যু দিবস উপলক্ষে এ শিক্ষা প্রতিষ্ঠানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আলোচনা, হামদ্ নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমানের সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজিজুর রহমান বাদশার সঞ্চাচালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক কাজী আব্দুল খালেক, মাওলানা হারুনুর রশীদ, ৭ম শ্রেণির ছাত্র জিসান মোহাম্মদ, ও মাহাদী হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবুল হোসেন,মো. শাহজাহান দুলাল, শাহিনুর আক্তার, তপন কুমা্র সাহা, সুবল চন্দ্র সরকার, রীনা দাস, মো, ফরিদ হোসেন, অভিভাবক মো. মুজিবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. শহিদুল ইসলামসহ আরো অনেকে।
সিংগাইর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুসে ১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল শুরু হয়। শুরুতেই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply