1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 8:10 am

সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : Friday, November 22, 2024
  • 34 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সিংগাইর প্রেসক্লাবের এক সাধারণ সভা আলমগীর মার্কেটের ক্লাবের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৭ অগ্রহায়ণ ২২ নভেম্বর (শুক্রবার) বিকেলে প্রেসক্লাবের আহবায়ক মো.  সিরাজুল ইসলামের  সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রাকিবুল হাসান বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, মো. সোহরাব হোসেন (নয়াদিগন্ত),  দৈনিক  যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাদল, মোহাম্মদ আলী রিপন (সমকাল), মো. সাইফুল ইসলাম তানভীর (দেশ রূপান্তর)- আতাউর রহমান (মানবজমিন), মোস্তাক আহমেদ (মানবকন্ঠ), আলহাজ্ব মো.তারিক বিল্লাহ খান (সংগ্রাম), মো. হাবিবুর রহমান (ভোরের পাতা), সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ আল মামুন (আজকালের খবর)  প্রমুখ। সভায় আহবায়ক কমিটির দায়িত্ব যত দ্রুত সম্ভয় প্রেসক্লাবের নির্বাচন দেয়া এবং প্রেসক্লারের আয়-ব্যয়ের হিসাব-জমা দেয়াসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

 

 

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews