1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 10:11 am

সিংগাইর প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে সাবেক এমপি শান্ত’র মতবিনিময়

  • আপডেট সময় : Sunday, November 10, 2024
  • 32 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি‘র চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৯ নভেম্বর) দুপুর  ১২ টার দিকে উপজেলার চারিগ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের আহব্বায়ক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম,, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব তারিক বিল্লাহ খান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.আতাউর রহমান।এ ছাড়া আরো বক্তব্য রাখেন সিংগাইর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা যুবদলের সহ-সভপতি শেখ কবীর আহমেদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক এমপির এপিএস মো. আওলাদ হোসেন,বিএনপি নেতা তুহিন খাঁন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.মিজানুর রহমান বাদল, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ,দৈনিক আমার দেশ প্রতিনিধি মো.মোতালেব হোসেন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ।

মতনিবিময় সভায়  সাবেক এ সাংসদ   সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহবান জানান। সেই সাথে তিনি পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সিংগাইর – হরিরামপুর -মানিকগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews