নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম যোগদান করেছেন।শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) তিনি সিংগাইর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।এর আগে মো. জাহিদুল ইসলাম ডিএমপি‘র সিআইডির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
ওসি মো. জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের ১৪ সেপ্টেম্বর বরগুনা সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন। মো. জাহিদুল ইসলাম ডিএমপি‘র ও ঢাকা জেলার বিভিন্ন থানার সাব ইন্সপেক্টর হিসেবে সুনামের সাথে চাকুরি করেন। সাব ইন্সপেক্টর পদে দীর্ঘ ১১ বছর সুনামের সাথে চাকুরি করার পর তিনি ২০১৬ সালে পদোন্নতি পেয়ে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। এর পর তিনি ইন্সপেক্টর পদে ঢাকা জেলায় সততা ও নিষ্ঠার সাথে চাকুরি করেন। ২০১৯ সালে মো. জাহিদুল ইসলাম এ্যাডভাইজার হিসেবে জাতিসংঘ মিশনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সাথে তিনি প্রথম বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) এবং ২০১৯ সালে ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)। প্রশংসনীয় ও ভালো কাজ এর জন্য আইজিপি পদকে ভূষিত হয়েছেন। শান্তিরক্ষা মিশনে সফলতার সাথে কাজ করার জন্য ‘জাতিসংঘ শান্তিমিশন‘ পদকে ভূষিত হন।নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় সিংগাইর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ১ পুত্র সন্তানের জনক। তার স্ত্রী একজন সরকারি এমবিবিএস ডাঃ।
ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, গেল ৫ আগস্টের পর । ঝিমিয়ে পড়া পুলিশ বাহিনীকে । কর্মচঞ্চল করতে । তিনি সিংগাইর থানার সকল নাগরিকদের সাথে বিভিন্ন স্থানে আলোচনা সভা করে চলেছেন।
Leave a Reply