1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:47 am

সিংগাইর থানাকে ঢেলে সাজাতে ওসি মো. জাহিদুল ইসলামের নানামুখী ব্যতিক্রম উদ্যোগ

  • আপডেট সময় : Friday, November 22, 2024
  • 39 বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার সাত  থানার  মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ  জনবহুল থানার তালিকায় সবার উপরে সিংগাইর থানা ।ছাত্র–জনতার অভ্যুত্থানায় ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের পতনের পর নতুন রুপে ফিরছে জেলার প্রতিটি থানার সার্বিক কার্যক্রম। মানিকগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার. সহকারী পুলিশ ও সাত থানার নতুন অফিসার  ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। এরই  ধারাবাহিকতায় মানিকগঞ্জ নতুন পুলিশ সুপার মো, বশির আহমেদ এর  নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেলের এ এসপি) মো. নাজমুল হাসানের  তত্ত্বাবধানে সিংগাইর থানাকে ঢেলে সাজাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সিংগাইর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম,পিপিএম)

সিংগাইর থানার তিন পাশে রয়েছে ঢাকা জেলার সীমান্ত। উত্তর পাশে ঢাকা জেলার ধামরাই, পুর্বপাশে সাভার, দক্ষিণ পাশে কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ  থানা অবস্থিত। প্রায়  ৫ লক্ষ লোকের বসবসা এই উপজেলায় । মোট ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সিংগাইর থানা।  বিভিন্ন  থানার সীমান্ত হওয়ায় বিভিন্ন ধরনের অপরাধী প্রবণ  এলাকা সিংগাইর থানা হওয়া সত্তেতে এই  থানা এলাকায় জননিরাপত্তা জোরদার ও সেবার মানউন্নয়নে বাড়তি নিরাপত্তা জোরদার করছেন ওসি মো. জাহিদুল ইসলাম।তার সততা ও বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা এবং মেধার বিকাশে তার দায়িত্বরত গুরুত্বপূন্য সিংগাইর থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,চোর-ডাকাতের উৎপাত ও দখলবাজ,চাঁদাবাজদের হাত থেকে সিংগাইর থানা এলাকার নিরীহ মানুষদের মুক্ত করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন । ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূতি উজ্জল করতে তিনি যোগদান করার পর থেকে থানা এলাকার  প্রায় প্রতিটি মানুষের মাঝে তিনি ছুটে চলেছেন। জনসচেতা বৃদ্ধির লক্ষে মসজিদে  মসজিদ দিয়েছেন বয়ান, হাট-বাজার কমিটি নিয়ে  চুরি-ডাকাতি বন্ধে করেছেন সভা, বিভিন্ন রাজনীতিক দলের সাথে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য করেছেন আলোচনা সভা, ইভটিজিং বন্ধে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিয়ে করেছেন মতবিনিময় সভা, বিভিন্ন ছাত্র সম্ময়কদের নিয়ে করেছেন বিশেষ আলোচনা সভা। বিভিন্ন  পেশাজীবি, সংবাদমাধ্যম কর্মী নিয়ে সিংগাইর থানাকে কিভাবে মাদকসহ নানা অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রে রাখা যায় সেই বিষয়ে করে চলেছেন আলোচনা ও সেই মোতাবেক নিচ্ছেন পদক্ষেপ। থানা এলাকার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়, পৌর ওযার্ড, পৌর সভা, উপজেলা  ভিত্তিক গঠন করছেন অরাজনীতিক সংগঠন ‘ নাগরিক কমিটি‘ যে কমিটি সমাজের বিভিন্ন অপরাধ, নির্মলে কাজ করবে। পাশাপাশি তারা পুলিশের সার্বিক সহযোগিতা করবে।সিংগাইর থানাবাসী আশা করছেন খুব শীঘ্রই সিংগাইর থানাকে একটি মডেল থানা হিসেবে উপহার দিতে পারবেন ওসি মো. জাহিদুল ইসলাম।তার চোখে ধনী-গরিব,রিক্সা চালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার।

ওসি মো. জাহিদুল ইসলাম ,বর্তমান সরকার গণমানুষের বন্ধু,সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী, আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা।সর্বস্তরের জনগন যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেরা আইন মেনে চলা এবং অন্যকে আইন-মেনে চলতে উদ্বুদ্ধ করা।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews