1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 8:28 am

মানিকগঞ্জজেলা বাসীকে ধৈর্য্য ধরার আহবান: সাবেক এমপি এস এম আব্দুল মান্নানের

  • আপডেট সময় : Wednesday, August 7, 2024
  • 113 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সিংগাইর, হরিরামপুর উপজেলাসহ জেলার ৭টি উপজেলার দলমত নির্বিশেষে সকল জনগনকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি  এস এম আব্দুল মান্নান। মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
মানিকগঞ্জ- ২ আসনের সাবেক এ সংসদ সদস্য অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদ সারাদেশ ২৪.কম‘এর বিশেষ সাক্ষাৎকারের তিনি মানিকগঞ্জ জেলার  সকল নাগরিকদের প্রতি এ আহবান জানান।
এস এম আব্দুল মান্নান আরও বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণের মুক্তি হয়েছে।, এই বিজয় ছাত্র জনতার বিজয়। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করতে হবে। শেখ হাসিনার পতন শুধু সরকার পরিবর্তন নয়, এটি একটি বিপ্লব। দীর্ঘদিনের নির্যাতন ও ক্ষোভের কারণে কিছু সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দেশের সম্পদ বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এস এম আব্দুল মান্নান আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশে কার্যত কোনো সরকার নেই। এমন একটি পরিস্থিতিতে দেশজুড়ে যে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার যে ঘটনা ঘটছে, তা অগ্রহণযোগ্য। শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এসব ঘটনা সেই অর্জনকে ম্লান করে দিতে পারে। এস এম আব্দুল মান্নান আরো বলেন, বৈষম্য ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র, ও সাধারণ জনগণ শহীদ হয়েছে তাদের আত্তার মাগফেরাত কামনা করছি। এবং যাঁরা আহত হয়ে বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের সুস্থ্যতা কামনা করছি।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews