নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমিতির রেজিস্ট্রেশন নম্বর এস-১৫৩৬(৯৬)/৯৩।
কমিটিতে জয়মন্টপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল হোসেনকে সভাপতি, গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ান মোঃ আবু কাউসার কে সাধারন সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ৮ অগ্রহায়ণ ২৩ নভেম্বর (শনিবার) দুুপুরে সিংগাইর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির করা হয়।দক্ষিণ চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির মহা সম্পাদক, আনোয়ার হোসেন ভূইয়া,লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান এর সঞ্চাচালনায় আরো বক্তব্য রাখেন, বাহাদিয়া ইমামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেেএম দেলোয়ার হোসাইন,খোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, জইল্ল্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. শাপলা আক্তার,কিটিংচর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোসা.সানোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক দেওয়ান মো. আবু কাউসার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা ও সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply