1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:32 am

সিংগাইরে ৭ শতাধিক কৃষক পেলেন সবজির ব্রীজ সার ও নগদ টাকা

  • আপডেট সময় : Tuesday, November 5, 2024
  • 23 বার দেখা হয়েছে

মানিকগঞ্জের সিংগাইরে  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুুপুুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এগুলো বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায়, ৮শ কৃষকদের হাতে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ (হাইব্রীড), ১০ কেজি করে ডিএমপি ও এমআরপি সার এবং নগদ একহাজার টাকা তুলে দেন অতিথিরা। এর আগে বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। উপসহকারী কৃষি অফিসার বিজিত আচর্য’র সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারি কৃষি অফিসার জাকারিয়া আহমেদ, গীতা পাঠ করেন উপসহকারি কৃষি অফিসার নিরঞ্জন বুদ্ধ। কৃষকদের মধ্যে বক্তব্য দেন হাবিবুর রহমান ও টুনু মিয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন ৮টি সবজি (হাইব্রীড) ফসলের বীজ, সার ও সাথে নগদ ১ হাজার টাকা আমরা কৃষকদের হাতে তুলে দিচ্ছি। আমন ফসল তোলার পর জমি অনাবাদি না রেখে কৃষকরা যাতে বিষমুক্ত সবজি চাষ করতে পারেন এজন্য এ প্রণোদনা।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews