নিজস্ব প্রতিনিধি
: চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিতদের মধ্যে ৫ জন ব্যবসায়ী ও ২ জন গাড়ী চালক।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টারদিকে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা তার কার্যালয়ে ১৮৬০ সনের ২৬৯ ধারায় ৭ জনকে ২৪ হাজার টাকা অর্থদন্ড করেন।
জানা গেছে, সরকারি নির্দেশ আমান্য করে বিকেল ৬ টার পর দোকান খোলা রাখার অপরাধে জয়মন্টপ বাজারের চাল ব্যবসায়ী নিতাই সাহাকে ১০ হাজার, ফ্লেক্সি লোডের দোকান মতিয়ারকে ২ হাজার, জাহাঙ্গীরকে ২ হাজার, বিকাশ সাহাকে ১ হাজার ও সিংগাইর বাসস্টান্ডের আসেক আলীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে কাগজপত্রবিহীন রাস্তায় গাড়ি চালানোর অপরাধে বড় বাকা গ্রামের জহির ও ঢাকাস্থ মিরপুর এলাকার রহুল আমীনকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
Leave a Reply