নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১৯টি কওমী মাদরাসার অসহায় শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে। গত ১মে (শুক্রবার) দুপুরে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা অনুদানের অর্থ হস্তান্তর করেন।
ইউএনও রুনা লায়লা বলেন, রমজান মাসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের অর্থ এসেছে। সিংগাইর উপজেলায় ১৯টি মাদরাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে দশ হাজার টাকা মোট একলক্ষ নব্বই হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।এ সময় অরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা।
Leave a Reply