মো. রেজাউর রহমান রাজু
মানিকগঞ্জের সিংগাইরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি মঙ্গলবার সকালে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকালে সিংগাইর গার্লস স্কুল রোডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি সিংগাইর বাজার হতে থানা ও উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। সভায় সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম খান এর সভাপতিত্বেসদস্য সচিব মাহামুদুল হাসান গোলাপের সঞ্চালচালনায় বক্তব্য রাখেন, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিক, সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান, চান্দহর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. আতিকুর রহমান আলাল, তালেবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জামশা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলমগীর হোসেনসহ উপজেলার ১১ ইউনিয়ন ও ১টি পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
Leave a Reply