নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর  উপজেলার চান্দহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (ইউপি)  সদস্য হাবিবুর রহমান (চানমিয়া) স্ট্রোক জনিত রোগে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭0 বছর।

সোমবার  (৯ সেপ্টেম্বর) সকাল   ১১ টায় কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া সেন্টাল   হাসপাতালের জরুরি বিভাগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সোমবার  ভোরে  তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে আত্মীয় স্বজনরা তাঁকে

কলাতিয়া সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবরে  চান্দহর ইউনিয়নের তার নিজ বাড়ি চকপালপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর   তিনি  চান্দহর ইউনিয়নের (৭ নং ওয়ার্ড)  নির্বাচনে   ইউপি সদস্য  হিসেবে বিজয়ী হন। পরে ২০২১  সালের ২৮  ডিসেম্বর সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে   শপথ গ্রহণ করেন। প্রায়  ৩ বছরের মাথায় তাঁর আকস্মিক মৃত্যু হয়। ইউপি সদস্য হাবিবুর রহমানের মৃত্যুতে  চান্দহর  ইউনিয়ন পরিষদে গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শওকত হোসেন বাদলের উদ্দ্যোগে হাবিবুর রহমান চান মিয়ার রুহের আত্মার মাগফেরাত কমায়  মিলাদ , দোয়া  মাহফিলের আয়োজন করা হয়। সংসার জীবনে তিনি ৫ ছেলে সন্তানেন জনক।