নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়ন সেচ্ছাসবকলীগের সভাপতি মো. আবুবকর সিদ্দিক (রবকত)কে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। আববকর সিদ্দিক উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মৃত তালেব আলীর ছেলে সে দীর্ঘদিন ধরে ধল্লা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব আছেন এবং ধল্লা বাজারে খাদ্যবান্দব কর্মসূচির ডিলারের দোকান আছে। সূত্রে প্রকাশ ,সরকারের খাদ্যবান্দব কর্মসূচির ১০ টাকা কেজির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের কারণে গত ১২ এপ্রিল (রবিরাব) রাতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। আজ ১৩ এপ্রিল (সোমবার) তাকে আদালতে পাঠানো হয়েছে। সিংগাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাদ্যবান্দব কর্মসূচির অধীনে কার্ডধারী ভোক্তাদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধল্লা ইউনিয়নের ঐ ডিলার অনিয়ম করে চাল আত্মসাৎ করছেন। পরে গত ১২ এপ্রিল (রবিবার) রাতে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার নেতৃত্বে রবকত এর ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার গোডাউনে ৩০ কেজির ৮৯ বস্তা চাল পাওয়া যায়নি। একই সাথে পাশের একটি রুমে তালাবদ্ধ অবস্থায় গত মাসের ৫০ কেজির ৪৪ বস্তা চাল মজুদ পাওয়া গেছে। যা তিনি কার্ডধারীদের মাঝে বিতরণ না করে কালোবাজারে বিক্রির উদ্দ্যোশে মজুদ করেছিল। এ ব্যাপারে ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply