নিজস্ব প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ১৩ তম বর্ষের ছাত্র শহীদ আবু সাঈদ এর সরণে মানিকগঞ্জর সিংগাইরে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ভাদ্র ২ সেপ্টেম্বর ( সোমবার) বিকেল ৫টার সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ফুটবল ম্যাচে ধলেশ্বরী বনাম কালীগঙ্গা নামে দুটি দল অংশ গ্রহণ
প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবু সালেক, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একে এম আরিফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সিনিয়র সাংবাদিক মো. সোহরাব হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকলে ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে টিম কালীগঙ্গা জয়লাভ করে।
Leave a Reply