1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:33 am

সিংগাইরে রাস্তা পরিস্কার-পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : Saturday, August 10, 2024
  • 67 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কোটা ও বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনে নতুন প্রজন্মের জয় হওয়ায় উজ্জীবিত ছাত্র সমাজ। সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে  বিভিন্ন রাস্তা, ঘাট, বাজার, পরিষ্কার-পরিচ্ছন্ন করছে সাধারণ শিক্ষার্থীরা। সিংগাইরে গত কয়কে দিনে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে শহররে বিভিন্ন রাস্তায় ময়লা-আর্বজনার সৃষ্টি হয়েছে।

২৬ শ্রাবণ ১০ আগস্ট ) শনিবার)  সকাল থেকে হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে তারা। এ কাজে বিশ^বিদ্যালয়, কলজে, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করনে।

জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের  এক শিক্ষার্থী জানান, নতুন বাংলাদেশের রুপকার আমরা তরুন শিক্ষার্থীরা। দীর্ঘদিন আন্দোলনের কারণে শহররে বিভিন্ন জায়গায় অনেক ময়লা-আবর্জনা জমা হয়েছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকা  পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews