নিজস্ব প্রতিনিধিঃ
একটি নির্মানাধীন শিল্প কারখানা থেকে সাব কন্ট্রাক্টরের দৈনিক মুজুরিভিত্তিক লেবারগণ ঠিকাদারের মালামাল নিয়ে পালিয়ে গেছে।
এ ঘটনায় চার জনের নামে সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কন্ট্রাক্টর।
ঘটনা সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামে অবস্থিত ‘ পারফেক্ট ফুটওয়্যার“ নামে নির্মানাধীন একটি শিল্প কারখানা থেকে গত ২৭ সেপ্টেম্বর ( শুক্রবার) দুপুরে উক্ত কারখানা থেকে প্রতিষ্ঠানের দৈনিক মুজুরিভিত্তিক লেবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের জামিয়া গ্রামের মো. জাহিদ হোসেন, একই এলাকার বাড়ুয়াখালি ইউনিয়নের জুকা গ্রামের খুশ মাহমুদ খুশুর ছেলে রাব্বি হোসেন, সরিষাবাড়ি উপজেলার বাবুল হোসেন তাদের স্টোর রুম থেকে এমটি এলপিজি গ্যাস, ওয়েল্ডিং মেশিন, গ্রান্ডি মেশিনসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়।
Leave a Reply