নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
২ আশ্বিন ১৭ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার গোলড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সৈয়দ মুরশিদ রহমান সিন্টু (৩৫) সিংগাইর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের গোলড়া গ্রামের মৃত সৈয়দ গোলাম রহমান আরমান হোসেনের ছেলে। মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেয়া তথ্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টায় পৌর এলাকার গোলড়া গ্রামে আসামী দৈয়দ মুরশিদ রহমান সিন্টু এর বাসভবনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় সৈয়দ মুরশিদ রহমান সিন্টুর নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪০০ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ এর পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সৈয়দ মুরশিদ রহমান সিন্টু বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে সিংগাইরসহ আশপাশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন।সে একজন চিহিৃত মাদক কারবারী । এর আগে ও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাই আমরা তাকে নজরে রেখেছিলাম। মঙ্গলবার সকালে তার নিজ বাস ভবনে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে।
এই ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply