মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিংগাইরের কোটা আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা,পরিবহনের ড্রাইভার, হেল্পার ও এলাকার সাধারণ জনগণ।শুক্রবার (৯ আগস্ট) শহীদ রফিক সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, ২০০০ সালে মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ৩০৭ মিটার দৈর্ঘ্যের ভাষা শহীদ রফিক সেতুর উদ্বোধন করা হয়। ২০১৩ সালে সাবেক সড়ক পরিহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সেতুতে ৩ চাকা বিশিষ্ট পরিবহনের টোল মওকুফ করা হয় । কিন্ত বন্ধ হওয়ার কিছুদিন পরেই ঢাক-ঢোল পিটিয়ে পুনরায় টোল আদায় করা শুরু হয়। সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত চলছে এই অবৈধ টোল আদায়। সাধারণ মানুষের বিভিন্ন সময়ে করা বিক্ষভ মিছিলেও কোনো কাজই হয়নি। তাই বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভাষা শহীদ রফিক সেতুর টোল মওকুফ প্রানের দাবি হয়ে দাঁড়িয়েছে।
টোল মওকুফ বিক্ষোভ কর্মসূচি সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. আবু সায়েম বলেন, সিংগাইর তথা মানিকগঞ্জ এর সাধারণ মানুষের প্রানের দাবি এই সেতুর টোল মওকুফ করে দেয়া। তাই কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল অনতিবিলম্বে মওকুফ ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply