মো. রেজাউর রহমান রাজুঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবী পুরণ হওয়ায় মানিকগঞ্জের সিংগাইরে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে বিজয় মিছিল ও আলোচনা সভা হয়েছে। ২৩ শ্রাবণ ৬ আগস্ট ( বুধবার) দুপুরে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যাল মাঠ থেকে বিজয় মিছিল শুরু করে সিংগাইর থানা গেট হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিণ করেন তারা।
বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আমরা অনেক আত্মত্যাগের পর বিজয়ী হয়েছি। আমাদের আবু সাঈদ, মুগ্ধকে হারিয়েছে। যখন শেখ হাসিনার পদত্যাগে সারা দেশের মানুষের মুখে উজ্জ্বল হয়েছে।’তারা আরো বলেন, ‘আমাদের বিজয় হলেও সারা দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করা হচ্ছে। ওরা রাজাকার, ওরা খুনি, ওদের বিচার হবে। খুনি হাসিনার দোসরদের বিচার করা হবে।এ সময় শিক্ষার্থীরা ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই?’, ‘জেগেছে রে জেগেছে রে, ছাত্রসমাজ জেগেছে,’ ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন। উপজেলার কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ অংশনেন।
বিজয় মিছিল শুরুর আগে বক্তব্য রাখেন, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন, গোবিন্দল ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম সরকার, গ্রীন স্ট্রীট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. সুজন মিয়া, জার্মিত্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আমিনুর রহমান, সেন্ট জোযেফ কলেজের ছাত্র মো. তানজিম সিদ্দিক, রাজশাহী বিশ্বািবদ্যালয়ের ছাত্র সাইমুম বাশার প্রমুখ। আয়োজনে ছিলেন, সেলিম মাহমুদ, রাকিবুল হাসান, মো. আলেক হোসেন এবংমো. আসাদুল্লাহ (মিজান)
Leave a Reply