1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:23 am

সিংগাইরে বিস্ফোরক আইনে ৪১ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৫০/৭০ জনের নামে মামলা দায়ের

  • আপডেট সময় : Saturday, November 30, 2024
  • 117 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের  সিংগাইর  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শহিদুর রহমানকে  প্রধান আসামি করে ৪১ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছেমঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মোঃ হযরত আলী বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ্যসহ ৫০/৭০ জনের  বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।  মামলা নং ২৮।মামলা সূত্রে জানা যায়,মামলার বাদী-  উপজেলার তালেবপুর ইউনিয়ন  সেচ্ছাবেক দলের যুগ্ম আহবায়ক মো. হযরত আলী তার ইউনিয়ন বিএনপি‘সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গত   ২০২২ সালের ২৬  মার্চ সকাল ৮ টার দিকে সালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্তরে যাওয়ার সময়  পৌরসভার ৬নং ওয়ার্ড ও সিংগাইর পাইলট বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়  সড়কের আড্ডা  ক্যাফের  সামনে আসলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের নেতৃত্বে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা করলে  করলে যে যার মতো ছুটাছুটি করতে  থাকে।এক পর্যায়ে সকল  আসামীদ্ব  রাম দা, লাঠি, কাতকড়া, হাত বোমা ও ককটেল দিয়ে বিএনপি‘সহ সকল নেতাকর্মীদের উপর অর্তকিত হামলা শুরু করে । এজাহারে আরো উল্লেখ করা হয় যে, উক্ত ঘটনায় সেই সময়ে আইনের দ্বারস্থ হওয়ার পরিস্থিতি ছিলো না । বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকায় উক্ত মামলা দায়ের করা হয় ।এ বিষয়ে সিংগাইর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম.পিপিএম)   তিনি বলেন , বিস্ফোরণ আইনে এ মামলা দায়ের করা হয়েছে ।এসআই মো, রফিকুল ইসলাম মামলার তদন্ত ভার দেয়া হয়েছে।তিনি আরো বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে । এ মামলা উল্লেখযোগ্য আসামী হলেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইজ্ঞিঃ রবিউল আলম উজ্জল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার প্রমুখ।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews