নিজস্ব প্রতিনিধিঃ ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও গত ১৪ দিন অতিবাহিত হলেও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার পুরোধমে আগেরমতো ব্যবহার হচ্ছে নিষিদ্ধঘোষিত পণ্য পলিথিন। দোকানীদের অভিযোগ, পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে পর্যাপ্ত না আসায় পলিথিন নিষিদ্ধ কার্যকর হচ্ছে না।
সিংগাইর উপজেলার, জয়মন্টপ, ধল্লা, চান্দহর, সিরাজপুর, সাহরাইল, চারিগ্রাম, জামশা , বায়রা এবং সিংগাইর পৌর বাজারসহ পাড়ামহল্লার অলিগলিতে বিভিন্ন হাটে আগের মতই পলিথিন ব্যবহার পরিলক্ষিত হচ্ছে। দোকানি, বিক্রেতা ও ক্রেতাদের দাবি, পলিথিনের বিকল্প এখনো বাজারে না আসায় পণ্যদ্রব্য ও ছোটখাটো মালামাল কিভাবে ক্রয়-বিক্রয় করবেন- তাদের প্রশ্ন। পলিথিন নিষিদ্ধের আগে কেন বিকল্প কিছু বাজারে পর্যাপ্ত এলো না- ক্রেতাদের এমন অভিযোগ।সিংগাইর পৌরবাজারের মুদি ব্যবসায়ী মে. সোলাইমান জানান, ‘বিকল্প বাজারে এলেই আমরা পলিথিন ব্যবহার করব না।’ খিদিরপুরহাটের এক ক্রেতা বলেন, ‘দোকান থেকে ছোট ছোট পণ্যদ্রব্য কিনে আমরা কি পকেটে করে নিয়ে যাব’
Leave a Reply