নিজস্ব প্রতিনিধিঃ
শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার বিএনপিসহ অনন্য্য রাজনীতিক আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এমন খবরের সঙ্গে সঙ্গে সিংগাইর পৌর এলাকাসহ, জয়মন্টপ, ধল্লা, চান্দহর, সায়েস্তা. চারিগ্রাম, বলধারা, জামশা, বায়রা ও তালেবপু ইউনিয়ন এবং উপজেলার প্রতিটি গ্রাম মহল্লা থেকে আনন্দ মিছিল বের করেন নানা দল মতের মানুষ। সোমবার সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক খণ্ড খণ্ড আনন্দ মিছিল।
সিংগাইর পৌর কার্যালয়, সাব রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) বলধারা এবং চারগ্রিাম ইউনিয়ন কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও মিছিল থেকে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। পুরো শহর জুড়ে মোটরসাইকেলে চড়ে আনন্দ করতে দেখা গেছে সাধারণ মানুষদের। বিজয় উচ্ছ্বাসে উত্তাল হয়ে উঠে মিছিলের বহর।
Leave a Reply