1. nasiruddinsami@gmail.com : admin :
November 14, 2024, 1:35 pm
শিরোনাম :
সিংগাইরে ডায়াবেটিস দিবস পালিত সিংগাইরে শ্রমিক কেনাবেচার হাটে দরকষাকষি করে শ্রম বিক্রি সিংগাইরের জামশা ইউনিয়নের বেশির ভাগ রাস্তাই কাঁচা, জনদুর্ভোগ চরমে সিংগাইরে বিভিন্ন বাজারে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। কার্যকর হচ্ছে না সরকারি আদেশ সার, ব্রীজ. কীটনাশক বেশি দামে বিক্রি করা হলে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক সিংগাইর প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে সাবেক এমপি শান্ত’র মতবিনিময় সিংগাইরে লাশ উদ্ধারের ৬ ঘন্টার পর হত্যার রহস্য উদঘাটন সিংগাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ১ প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার টানাটানি , আওয়ামীলীগের বিরুদ্ধে করা মামলা তুলে না নেয়ায়, প্রকাশ্যে সমন্বয়কে কুপিয়েছেন বিএনপির কর্মীরা

সিংগাইরে নিজের পাতানো জালে নিজেই ফেঁসে গেলেন নাহিদ হাসান,

  • আপডেট সময় : Thursday, July 18, 2024
  • 97 বার দেখা হয়েছে

 

গণমাধ্যমে ভুয়া তথ্য-উপাত্ত উপস্থাপন করে নিজেকে সুবন পরিচয় দিয়ে মৃত ভাইয়ের নামে লেখা জমি নিজের বলে দাবি করেন নাহিদ । এর আগে মানিকগঞ্জে  সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন জাল জালিয়াতি করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন এবং ২০ বছর আগে মৃত সৎ ভাই সুবন হিসেব নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে ফেঁসে গেলেন জীবিত নাহিদ হাসান।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে চর আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গত সোমবার (১৫ জুলাই) বিকেলে চান্দহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার প্রতারণার এ দায় স্বীকার করেন নাহিদ। নিজ হাতে লিখে দেন অঙ্গীকারনামা। অন্যের প্ররোচনায় নাম পরিবর্তন করে গণমাধ্যমকে এমন মিথ্যা তথ্য দিয়েছেন বলেও উল্লেখ করেন। এ সময় তার মা নাজমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাহিদ চান্দহর ইউনিয়নের চর আটিপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।এরআগে গত রবিবার (১৪ জুলাই) মিথ্যা তথ্য ও জাল জালিয়াতির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্হানীয় নারী ইউপি সদস্য রোজিনা বেগম থানায় লিখত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জাতীয় পরিচয়পত্র, স্কুল সাটিফিকেট ও জন্ম নিবন্ধনে তার নাম নাহিদ হাসান হলেও জাল-জালিয়াতির মাধ্যমে নিজেকে মৃত সৎ ভাই সুবন বেপারি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সেই সাথে নাহিদ তার জাতীয় পরিচয়পত্র এডিট করে সুবন বানিয়ে ওই কাগজ দেখিয়ে জন্ম নিবন্ধন বানিয়ে নেন।

৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আবুল কালাম আজাদ জানান, নাহিদের বাবা সিরাজ উদ্দিন তার প্রথম স্ত্রী মারা গেলে ছেলে সুবনের নামে ২৭ সতাংশ জমি লিখে দেন। ২০ বছর আগে সে মারা যায়। মৃত সুবনের ওই জমি আত্নসাতের জন্য সৎ ভাই নাহিদ হাসান এমন জালিয়াতির পথ বেছে নেয়।

এ ব্যপারে চান্দহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন বাদল বলেন, নাহিদ জালিয়াতির কথা স্বীকার করে অঙ্গীকারনামা দিয়েছেন। প্রকৃতপক্ষে সে মৃত সুবন বেপারীর সৎ ভাই। এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানান তিনি।

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews