নিজস্ব প্রতিনিধিঃ
আঠারো দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের নদীতে সিংগাপুর প্রবাসী উজ্জল মোল্লা (৩০) এর লাশ। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার ) ৩ টার দিকে সিংগাইরের ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানযাযায়, , উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মো. লোকমান মোল্লার ছেলে উজ্জল মোল্লা গত ৩ অক্টোবর সিংগাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন। গত ১২ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে উজ্জল মোল্লা তার স্ত্রীকে ঘুমে রেখে বাড়ি হতে বের হয়। এর পর উজ্জল মোল্লা আর বাড়িতে ফিরে আসেনি।
এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেন। ৩০ অক্টোবর দুপুরে ধলেশ্বরী নদীতে তাঁর লাশ পাওয়া যায়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিপিএম, পিপিএম, ) বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে নিহতের পিতা মো. লোকমান মোল্লী বাদী গত ৩১ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply