নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. কামরুল হাসান সোহাগ যোগদান করেছেন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তোর ডিগ্রী অর্জন শেষে ২০১৫ সালে ৩৫তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। চাকুরী জীবনে তিনি প্রথমে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিবাহিত সংসার জীবনে দুই সন্তানের জনক। তিনি গত রোববার (১৬ জুলাই) দুপুরে আনুষ্ঠানিক ভাবে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
Leave a Reply