নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ধলা সাদ্দাম হোসেন(৩৫)নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার(১৩ আগষ্ট) গভীর রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন নীলটেক গ্রামের মো.আয়ূব খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে মিরাজ(৩৪) গং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। সাদ্দাম হোসেন তাদের ব্যবসা করতে নিষেধ করে এবং সর্তক করে দেয়। এ থেকে মিরাজ গং তার প্রতিক্ষিপ্ত হয়। পরে সুযোগ বুঝে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জরুরি কথা আছে বলে মিরাজ গং সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে ডেকে আনে। পরে চর কানাইনগর বিশ্বাস পাড়া ব্রীজের নির্জনস্থানে নিয়ে তাকে ছুড়ি দিয়ে পেটে,হাতে ও গলায় মারাত্মক জখম করে। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরবর্তীতে আশে পাশের লোকজন চিৎকারের শব্দ শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অভিযুক্ত মিরাজের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেন,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
Leave a Reply