নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো.তুহিন মিয়া নামের ১১ বছরের এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতিত শিশু মানিকগঞ্জর সদর উপজেলার পশ্চিম শেওতা গ্রামের মো. রতন মিয়ার ছেলে এবং কালিয়াকৈর গ্রামের কালিয়াকৈর ইব্রাহিমা হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ঘটনাটি ঘটেছে উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে। নির্যাতিত শিশুর পিতা মো. রতন মিয়া জানান, তার ১১ বছরের ছেলে মো. তুহিন মিয়া সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম অবস্থিত কালিয়াকৈর ইব্রাহিমা হাফিজিয়া মাদরাস থেকে লেখাপড়া করে। গত ২ সেপ্টেম্বর ( সোমবার) বিকালে তার ছেলে তুহিন মিয়া মাদরাসার সামনের রাস্তা দিয়ে বাইসাইকেল চালাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় উক্ত এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ ( ৮) এর সাথে তার বাইসাইকেরে ধাক্কা লাগে । সাথে থাকা আব্দুল্লাহর মা তখন তার ছেলে তুহিন মিয়াকে এলোপাথুরিভারে মারতে থাকে। এক পর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে এবং তুহিন মিয়ার পেটের উপর পাড়া দিলে সে ভয়ে পায়খানা করে দেয়। পরে রাস্তা দিয়ে যাওয়া জৈনিক ব্যক্তি তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আবার মাদরাসায় দিয়ে আসেন। পরে তিনি বাদশা মিয়ার স্ত্রী কে আসামী করে সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply