নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে
২২ কার্তিক ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত আলোচনাসভা জনসভায় রুপ নিয়েছে। পৌর বিএনপি‘র সভাপতি ও সাবেক মেয়র এ্যাড, খোরশেদ আলম ভূইয়া জয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবিদুর রহমান খাঁন রোমান। বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, প্রবীন বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আমিরুল মৌমিন বাবলু, উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক লিসানুল আলম লেলিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কাদের হালিমী, উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, বিএনপি নেতা সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্ধ।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। একসময় হাতিয়া পরিষদ শহীদ মিনার চত্তর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির মূল দল ভিন্নি ভিন্ন মিছিল নিয়ে সভাস্থলে আসেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দিপনা। পূর্বেই ঘোষনা দেওয়া হয় কোন ব্যাক্তি নামে শ্লোগান দেওয়া যাবে না। এজন্য নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে তৈরি প্লেকাড নিয়ে মিছিলে অংশগ্রহন করেন। সবার মূখেও ছিল এই তিনজনরে নামে শ্লোগান।
Leave a Reply