নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা থেকে চুরি হওয়া ১৩৭ টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। গত ১৩ মে (বুধবার) সিংগাইর এবং কুমিল্লা সদর থানা পুলিশের যৌথঅভিযানে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নয়ানী (ডোনখালপাড়) গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে গ্যাস ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলামের বাড়ি থেকে ১৩৭টি চুরি হওয়া টোটাল গ্যাস সিলিন্ডার বোতল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানাযায়, গত ১১ এপ্রিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর থানা এলাকার নূরজাহান হোটেলের একটু দূরে পেট্রোল পাম্প থেকে গাড়ীসহ ৪৪১টি গ্যাস সিলিন্ডিার চুরি হয়। এ ঘটনায় গ্যাস কোম্পানীর ডিলার অত্র েএলাকার উজ্জল বাদী হয়ে কুমিল্লা সদর একটি চুরির মামলা দায়ের করেন। এরই পরই কুমিল্লা সদর থানা পুলিশ ঢাকার কেরানীগঞ্জ উপজেলা আবদুল্লাপুর এলাকা থকে ১৫ টি গ্যাস সিলিন্ডারসহ চুরি হওয়া গাড়ীট উদ্ধার করে। এর পর বিভিন্ন সূত্র ধরে দুই থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। ১৩ মে বুধবার দিবাগত রাতে পুলিশ উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নয়ানী গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে গ্যাস ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলামের বাড়ি থেকে ৭৬ টি ভর্তি ও ৬১ টি খালি সিলিন্ডার উদ্ধার করেন। সিংগাইর থানার এস আই মো. আল-মামুন জানান, আটককৃত রিয়াজুল ইসলাম তার বাড়িতে রাখা, ফ্রেশ, নাভানা ও বসুন্ধরা কোম্পানীর সিলিন্ডারের ভাউচার দেখাতে পারলেও টোটাল গ্যাস কোম্পানীর সিলিন্ডারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ জন্য তার বাড়িতে রাখা অবৈধ গ্যাস সিলিন্ডারসহ তাকে আটক করে কুমিল্লা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সদর থানা পুলিশ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম বলেন,গত ১১ এপ্রিল সিলিন্ডার ও গাড়ি চুরির বিষয়ে কুমিল্লা সদর থানায় একটি মামলা হয়। সেই মামলার মালামল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা থেকে চুরি হওয়া মালামালসহ রিয়াজুল ইসলাম আটক করে কুমিল্লা কোর্টে প্রেরণ করেছি।
Leave a Reply