নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে ব্যবসায়ী মো. আব্দুল লতিফ মিয়া (৬০) এর বাড়ী-ঘর ভেঙ্গে আসবাবপত্র লুট ও অবৈধভাবে ভিটাবাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ আগস্ট) আব্দুল লতিফ মিয়ার স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সুফিয়া খাতুনের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা মৌজায় ধল্লা মধ্যপাড়া সাকিনে আব্দুল লতিফ তার নিজ নামে ১৭ শতাংশ ভূমি খরিদ করে টিনের চাল দিয়ে বাড়ি নির্মান তার ছেলে মেয়ে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ক্রয়কৃত জায়গা গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আব্দুল লতিফ মিয়ার পরিবারকে জিম্মি করে মিয়া একই এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম (রানা)র নেতৃত্বে মোঃ মোস্তফা, মোঃ এমদাদুল, মোছাঃ মাজেদা খাতুন সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ মিলে তাহার বাড়ী-ঘরে হামলা চালিয়ে ঘরে রক্ষিত আসবাবপত্র, বাড়ির নলক‚প ভাংচুর করে প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এমনকি বাড়ীর ভিটে মাটি পর্যন্ত নস্ট করে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে যায়। ফিরে যাওয়ার সময় সিরাজ মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
সিরাজ মিয়া বলেন, আমি সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিয়েছি।
Leave a Reply