মানিকগঞ্জের সিংগাইরে গোবিন্দল ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১ অগ্রহায়ণ ১৬ নভেম্বর (শনিবার) বিকালে সিংগাইর পৌরএলাকার ৭ নং ওয়ার্ড ( গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে স্থানীয় শহীদ কাদের মার্কেটের সভাপতি মো. আবুল হোসেন এর সভাপতিত্বে সিংগাইর উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাইদুর রহমান সাগরের সঞ্চাচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। এর আগে এ টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা বিএনপি‘র উপদেষ্টা মো. আলাউদ্দিন। খেলায় সিংগাইর সদর ইউনিয়নের ১ ওয়ার্ডকে পৌরসভার ৭ নং ওয়ার্ড ২-০ গোলে পরাজিত করে।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন,উপজেলা যুবদলের ( ভারপ্রাপ্ত ) আহবায়ক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব মো. ইসমাইল হোসেন,সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. রাহেজ উদ্দীন ও ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, আহসান হাবিব, মো.খোরশেদ আলম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো. মোয়াজ্জেম হোসনে। খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সকল অতিথি।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল বাশার ও ধারাভাষ্যকার ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট দ্বীন ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান শাকিল।খেলায় বিজয়ী দলের খেলোয়াড় শুভ ম্যান অব দ্য ম্যাচ, শ্রেষ্ঠ খেলোয়াড় পরাজিত দলের সোলাইমান ও সেরা গোলকিপার নির্বাচিত হন জিলক্বদ।
Leave a Reply