1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 10:09 am

সিংগাইরে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা

  • আপডেট সময় : Friday, November 15, 2024
  • 102 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে  ভোগদখলীয় জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে জোর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক  মো. কফিল উদ্দিন   চরম হতাশার মধ্যে দিনযাপন করছে। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা এলাকায়।
নিরুপায় জমির মালিক মো. কফিল উদ্দিন  কোন ঝগড়া বিবাদে না গিয়ে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধানের জন্য গত ৩ নভেম্বর রাতে সিংগাইর থানায় বায়রা ইউনিয়নের  চারাভাঙ্গা এলাকার   মৃত  আফাজ উদ্দিনে ছেলে মো. রফিজুদ্দিনকে  প্রধান করে  চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের  নামে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা
মৌজায় পৈত্রিক , সাফকবলা, দারপত্র,হেবাসহ বিভিন্ন দলিলমূলে ১২৪.৫০  শতক জমি প্রাপ্ত হইয়া মো. কফিল উদ্দিনের  স্ত্রী  প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসিতেছে। উক্ত জমি ভোগদখল করা অবস্থায় বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা এলাকার মৃত
  আফাজ উদ্দিনের ছেলে মো. রফিজুদ্দিনসহ তার স্ত্রী ফাহিমা আক্তার,  তার বোন শিউলী আক্তার,  শামসুল  হকের স্ত্রী সেফালী বেগম, আরশেদ খার স্ত্রী জাহেদা খাতুন,সানাইল গ্রামের জাবেদ মিয়ার ছেলে মো. টুটুল মিয়া,  সোনামুদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন, হাকিম আলীর ছেলে মো. আলাল উদ্দিনসহ অজ্ঞাত আরো ৪-৫ জন  লোক জোরপুর্বকভাবে আমার জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে  জবর দখলের  চেষ্টা করে।
আমার   ভোগদখলীয় প্রায় ৩৩ শতাংশ জমি মালিকানা দাবিসহ জবর-দখল করার পায়তারা করে। এমতাবস্থায় গত ৩ নভেম্বর  সকালে  রফিজুদ্দিন তার দলবল নিয়ে উক্ত জমিতে  ইউকালেক্টর গাছের চারা রোপন করে, জমি জবর দখলের চেষ্টা করে।
 মো. কফিল উদ্দিন  বলেন, আমার স্ত্রীর  পৈত্রিক, সাফকবলা,দানপত্র, হেবা সূত্রে প্রাপ্ত চারাভাঙ্গা  মৌজার ৫৮৬ নং দাগে      এস.এ ২৩০,২২২/ আর এস ৩৪২দাগে মোট ১২৪.৫০ শতাংম জমির মধ্যে ৩৩
 শতক জবর দখলের ঘটনায় সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সিংগাইর থানার সাব ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান।
পরবর্তী সংবাদ »

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews