নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: শফিউদ্দিন খানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুল আলম মোহম্মদ আলী, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মো: বাহাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ছানোয়ার হোসেন, প্রচার সম্পাদক মহিদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক নূরে আলম বাবুল।এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিঙ্গাইর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাজী ইয়াকুব হোসেন রাজা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব জীবন সরকারসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থ্যতা কামনা এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গোবিন্দল মুসলিম নগর রাশিদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন।এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply