নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে কারফিউ’র বিরূপ প্রভাব পড়েছে হাটবাজারে। চলমান কারফিউ’র কারণে বাজারগুলোতে লোকসমাগম অনেকটাই কম। কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক কম। উপজেলার বিভিন্ন হাটে ধানসহ অন্যান্য পণ্যের আমদানি অনেক কমেছে। বিশেষ করে সিংগাইর পৌর, জয়মন্টপ, সাহরাইল , বায়রা, চারিগ্রাম বাজারসহ বিভিন্ন হাটবাজারে মানুষজনের উপস্থিতি কম হওয়াতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, দোকানদারদের বেচাকেনায় পড়েছে ভাটার টান। কারফিউর কারণে বিকাল ৫টার পরপরই অনেক দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এতে দোকানের আমদানি কম হওয়াতে মহাজনদের পাওনা টাকা দিতে হিমশিম খাচ্ছেন অনেক ব্যবসায়ী। চলমান কারফিউর কারণে নিজেদের উৎপাদিত পণ্য সঠিক বাজারজাতকরণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকরা। হাটে যথেষ্ট পরিমাণ ক্রেতা না থাকায় ক্ষেতের ফসল অনেকাংশেই নষ্ট হচ্ছে তাদের। এতে করে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন তারা। স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন পণ্য পরিবহনকারী যানবাহনগুলোর ভাড়া আগের মতো আর মিলছে না। ফলে ওইসব যানবাহনের চালকরা পরিবার চালানোর দুশ্চিন্তায় পড়েছেন। উপজেলার বিভিন্ন বাজারে কাঁচামালসহ মাছের আড়তগুলোতে আমদানি কমেছে। যার কারণে আড়তদারদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। বিভিন্ন পশুরহাটে ক্রেতা কমের কারণে পশুর বেচাকেনা অনেকাংশে কমেছে। হাটে তোলা গরু-ছাগল বিক্রি করতে না পেরে সেগুলো বাড়িতে বা খামারে ফিরিয়ে নিয়ে গেছেন অনেক বিক্রেতা। সর্বোপরি, উপজেলার হাটবাজারগুলোতে ও স্থানীয় জনজীবনে কারফিউর বিরুপ প্রভাব লক্ষ্য করা গেছে।
Leave a Reply