নিজস্ব প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পর সারাদেশে ছাত্র-জনতা বিএনপিসহ প্রায় সকল রাজনীতিক সংগঠনগুলো আনন্দ উচ্ছাস করতে থাকে। পাশাপাশি সারাদেশে বিএনপি‘র কিছু উশৃঙ্খলকারী নেতাকর্মীরা আওয়ামীলীগের কার্যালয়, আওয়ামীলীগের নেতার ব্যবসা প্রতিষ্ঠান, এমপি, মন্ত্রীদের বাড়ি ঘরে ভা্ঙচুর লুটপাট ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটায়। ৫ আগস্ট বিকাল ৪ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন অফিসে হামলা ও ভা্ঙচুর করেন দুবুত্তরা এসময় তারা পরিষদের ভীতরে প্রবেশ করে ফটোকপি মেশিন, ল্যাপটপ, প্রিন্টার, একটি ডেস্কটপ, সিসি ক্যামেরা,মনিটর, ইউপিএস, ল্যামেনিটং মেশিন, চেয়ার টেবিল. থাই গ্লাস, ভা্ঙচুর করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. রিপন হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান পরিষদের পাশেই ‘দেওয়ান বস্ত্র্লয়ে‘ প্রায় ৩০-৪০ দুবৃত্তরা দোকানের সাটার ভেঙ্গে দোকানে থাকা শাড়িকাপড়, লু্ঙ্গিসহ প্রায়২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান চেয়ারম্যান দেওয়ান মো. রিপন হেসেন। ১৩ আগস্ট (মঙ্গলবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, চারিগ্রাম ইউনিয়ন পরিষদটি এখনো তালাবদ্ধ চেয়ার,টেবিল , কম্পিউটার না থাকায় এবং নিরাপত্তার হীনতার কারণে পরিষদে চেয়ারম্যান সহ কোনো ইউপি সদস্য আসছে না। চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান দেওয়ান মো. রিপন হোসেন জানান, চারিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক তালুকদার সাজেদুল আলম স্বাধীনের নেতৃত্বে গত ৫ আগস্ট বিকাল ৪ টার দিকে ৩০-৪০ লোক দৃবুত্তকারী চারিগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে হামলা করে ইউনিয়ন পরিষদের ব্যাপক ভা্ঙচুর করে এবং পরিষদের বিভিন্ন জিনিসপত্র ভা্ঙচুরের কারণে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। এমনকি তারা পরিষদের পুরাতন তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দিয়েছে । যার কারণে তিনি পরিষদে যেয়ে ইউনিয়নবাসীকে কোনো নাগরিক সেবা দিতে পারছি না। তবে আমি আমার নিজ বাড়িতে বসবাস করে আসছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমি সব ইউনিয়ন পরিষদে চিঠি দিয়েছি। যারা অনুপস্থিত থাকবেন তাদের নামের লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবো। আর কোনা জনপ্রতিনিধি যদি নিরাপত্তহীনতা ভুগে তাহলে তিনি আইনশূঙ্খলাবাহিনীর সহযোগিতা নিতে পারেন।
Leave a Reply