মো. শামীম হোসেন- করোনা ভাইরাসের কারণে সারাদেশে সমস্ত ধরনের কাজ কর্ম বন্ধ আছে। সরকারী বেসরকারী আধা সরকারীসহ কৃষিও বর্তমানে বন্ধ আছে। রিক্স, ভ্যানগাড়ি, অট্রো,হ্যালোবাইক, সিএনজি কৃষক, দিনমজুর মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে এসব কর্মহীন, অসহায়, দিনমজুর, দৈনিক খেটে খাওয়া মানুষগুলোর পাশে থেকে সরকার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন তারা যেন কোনো ভাবে না খেয়ে না থাকে। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের ত্রাণ ও দযোর্গ মন্ত্রণালয়ের অধীনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নিজস্ব তহবিল(জিআর) ফান্ড থেকে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নবাসীর মধ্যে ২৩৫টি পরিবারকে ১০ কেজি করে চাউল ও নগদ ২৫০ টাকা করে প্রদান করেছেন। আজ (১৩ এপ্রিল) জাশমা ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ববজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়। জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও জামশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিমো. মিজানুর রহমান মিঠু নিজে উপস্থিত থেকে সামাজিক দুরত্ববজায় রেখে জনগণের মাঝে সঠিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা প্রকল্প বায়স্তবায়ন (পিআইও) মো. শহিদুল ইসলাম ,জামশা ইউনিয়নের ট্যাগ অফিসরও সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply