নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি‘র সিনিয়র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান , বিএনপি‘র চেয়ারপারসনের উপদেষ্ঠা ইজ্ঞিঃ মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠন। উপজেলার চান্দহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আমজাদ হোসেন এর ত্রাণ সামগ্রী বিতরণের নেতৃত্বে দেন । ২৯ আগস্ট ( বৃস্পতিবার) সকাল ১০ টায় সিংগাইর উপজেলার সিরাজুপর বাজার হতে তারা একটি নৌকা করে প্রায় ৭শত পরিবারের জন্য শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র নিয়ে কুমিল্লা, ফেনির উদ্দ্যোশে রওয়ানা দেন। তারা বৃস্পতি ও শুক্রবার কুমিল্লার জেলার মুরাদগর ও বুরিচং উপজেলার বিভিন্ন এলাকার ৭শত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, চিঁড়া. গুড়, মুড়ি,চানাচুর, দিয়াশলাই, সাবান. বোতলজাত খাবার পানি।বিএনপি নেতা মো . আমজাদ হোসেনের নেতৃত্বে এ বহরে আরো ছিলেন, উপজেলা বিএনপি‘র সহ সভাপতি ডা. মো. মাসুদুর রহমানসহ চান্দহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধু। আমজাদ হোসেন পানিবন্দি বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। এসময় বিএনপি নেতা আমজাদ হোসেন বলেন, ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত প্রায় অর্থশতাধিক লোক মারা গেছেন। লাখ লাখ মানুষ আশ্রয়হীন ও পানিবন্দী হয়ে আছেন। এমন পরিস্থিতি জনগণের দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি‘র চেয়ারপারচসনের উপদেষ্টা মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইজ্ঞিঃ মঈনুল ইসলাম খাঁন শান্ত দাদার সুনির্দিষ্ট নির্দেশনা ওত্রাণ দেওয়া হচ্ছে।
Leave a Reply