নিজস্ব প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানসহ ১৭৪ জনের নামে ঢাকার দোহার থানায় মামলা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করেন। মামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ করা হয়েছে।
এ মামলায় আরও আসামি হয়েছেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতারা।মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট দোহারের করম আলীর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদী ও তার স্বজন সোনিয়া আক্তার। এ সময় সালমান এফ রহমানের পরোক্ষ নির্দেশে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে বাদী শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। হামলার সময়ে নারী শ্লীলতাহানীর ঘটনাও ঘটে। এ বিষয়ে শাজাহান মাঝি বলেন, ‘ঘটনার দিন দুপুর ১২টায় সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। এ সময় আমি ছাড়াও অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়।’ দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply