1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:54 am

সার, ব্রীজ. কীটনাশক বেশি দামে বিক্রি করা হলে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক

  • আপডেট সময় : Tuesday, November 12, 2024
  • 37 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের জেলা প্রশাসক   ড.মনোয়ার হোসেন মোল্লা সার, ব্রীজ, কীটনাশক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন মানিকগঞ্জ জেলার কোথাও কোনো অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

১১ নভেম্বর (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা’য় সভাপতির বক্তব্যদানকালে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমরা কর্মচারী। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অতীতের ভুলত্রুটি যাই হোক না কেন আজ থেকে আর কোনো অনিয়ম বরদাশত করা হবে না। এক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। কৃষকরা দিন-রাত কষ্ট করে উৎপাদন করে আমাদের বাঁচিয়ে রেখেছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে। ভালো মানের বীজ সরবরাহ করতে হবে। সঠিক দামে সঠিক সময়ে কৃষকের হাতে সার পৌঁছে দিতে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বীজ প্রত্যয়ন কার্যালয়, কৃষি বিপণন কর্মকর্তাদের আরও আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে।’
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা কৃষি সমপ্রাসরণ কার্যালয়ের উপ-পরিচালক ড. রবীআহ্‌ নূর আহমেদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মজিবুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ-উল-সাবেরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিএডিসি’র উপ-পরিচালক (বীজ) মনির হোসেন ও উপ-সহকারি পরিচালক মেহেদী হাসান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম, জেরা কৃষি বিপনন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ, মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমতিয়াজ আলম ও সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews