1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 9:11 am

সাম্প্রদায়িক সম্প্রতি বাজায় রেখে সবাইকে চলতে হবে-জিওসি মেজর জেনারেল মো: মঈন খান

  • আপডেট সময় : Tuesday, August 13, 2024
  • 65 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রতি বাজায় রেখে সবাইকে চলতে হবে।আপনারা সুন্দরভাবে সংসার ও ব্যবসা-বানিজ্য চালিয়ে যান । যে কোনো মূল্যে নিজেদের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে হবে। গত ২৮ শ্রাবণ ১২ আগস্ট ( সোমবার) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিপুর গ্রামের  রাধা গোবিন্দ জিউর আখড়া পূজাম-প পরিদর্শন শেষে  সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো: মঈন খান  এসব কথা বলেন । এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ হিন্দু-মুসলিম সবার। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করবো। এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব । যুবকদের সমন্বয়ে কমিটি করে নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করেন। সেনাবাহিনী ও পুলিশ আপনাদের পাশে আছে। আসুন আমরা সবাই মিলে একটি সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। এ সময় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের খোঁজ খবর নেন তিনি। এসময় মানিকগঞ্জে দায়িত্বপ্রাপ্ত লে: কর্ণেল জুনাইদ উদ্দিন, জেলা প্রশাসক রেহেনা আক্তার ও পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক ইতিরানি সাহাসহ স্থানীয় বিএনপি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংখ্যালঘু ও মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সিংগাইর থানা পরিদর্শন করেন জিওসি মেজর জেনারেল মো: মঈন খান।

 

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews