নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলার গুরুত্পূর্ণ সাভার মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: জুয়েল মিয়া। গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর আগে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা। ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। মোঃ জুয়েল মিয়ার বাড়ি মানিকগঞ্জ সদরের দাসারা গ্রামে। সাভার মডেল থানায় যোগদানের পর তিনি অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপরাধী ধরতে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ কৌশল নিয়ে মাঠে নেমেছেন তিনি। মামলা দিয়ে যাতে নিরীহ লোকজনকে হয়রানি করা না হয় সেজন্যও তিনি সতর্কতা উচ্চারণ করেছেন।
Leave a Reply