নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলার সাভার উপজেলায় নিখোঁজের ৫ দিন পর ক্ষত-বিক্ষত ও গলিত লাশ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেটকা এলাকার এমবি এম ইটভাটার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল দেলোয়ার। তিনি নোয়াখালী জেলার মাইজদী থানার চর কমলা গ্রামের নুর নবীর ছেলে। দেলোয়ার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নুর আমিনের মালিকানাধীন ভাড়া বাড়িতে থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহতের পরিবারের সদস্যরা জানায়, ভ্যানচালক দেলোয়ারকে ৫ দিন আগে একদল সন্ত্রাসী মোবাইল ফোনে কথা বলার জের ধরে কুপিয়ে হত্যা করে লাশ দক্ষিণ মেটকা এলাকার একটি ইটভাটার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তার ক্ষত-বিক্ষত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯) নামে দুই যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার পাশাপাশি সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply