সাভারে নতুন করে তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা পূর্বের ৬৩ জনসহ মোট ৬৬ জন। শুক্রবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।নতুনদের মধ্যে তিনজনই পুরুষ। এদের একজন উলাইল এলাকায় ও একজন সাভার পৌর এলাকার জামসিং মহল্লার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমুল হুদা আরো জানান, ৩৬ জনের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হলে ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকি সবার করোনা নেগেটিভ বলেও জানান তিনি।
Leave a Reply